Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিআরডিবি

 ইউনিয়নে একটি বাড়ি একটি খামার  প্রকল্প

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

আমড়াগাছিয়া

মঠবাড়িয়া, পিরোজপুর।

----------------------------------------------------

 

ক্রঃ নং

শিরোনাম

বিবরন

অফিসের নাম

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

অফিস পরিচিতি

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোড, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার,

কার্যক্রম সমূহ-(সমবায় কার্যক্রম, ঋন কার্যক্রম, আত্মসামাজিক উন্নয়ন কার্যক্রম, দারিদ্র বিমোচন কার্যক্রম)

কি সেবা কিভাবে পাবেন

প্রাথমিক সমিতির সদস্যগন গ্রাম ভিত্তিক সংগঠনের মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়নের দপ্তর থেকে সেবা পাবে।

সেবা পাওয়ার ধাপ

আত্ম সামাজিক উন্নয়ন কার্যক্রম এবং প্রশিক্ষন ও ঋনের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম। অন্যন্য প্রকল্পসমূহ - (সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী, পল্লী প্রগতি প্রকল্প, আবর্তক ঋন প্রকল্প, অসচ্ছল মুক্তিযোদ্ধা ঋন প্রকল্প)

সিটিজেন চার্টার

(ক) উপজেলা পল্লী উন্নয়ন দপ্তর থেকে গ্রাম পর্যায়ে অনুষ্ঠানিক ও   অনানুষ্ঠানিক সমিতি গঠন করে গ্রামের বিভিন্ন পেশা ভিত্তিক লোকেরা সমিতি গঠনের মাধ্যমে সংগঠিত হয়ে আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করার পরামর্শ দিয়ে থাকে।

(খ) স্বীকৃতি প্রদান করা হয়।

(গ) আইজিএ ভিত্তিক  প্রশিক্ষন এর ব্যবস্থা করা হয়।

(ঘ) ক্ষুদ্র ঋন বিতরন করা হয়।

(ঙ) সংগঠন ভিত্তিক আইনী পরামর্শ প্রদান করা হয়।

(চ) আর্থ সামাজিক এর অংশ হিসাবে জন্ম নিয়ন্ত্রন বিষয় পরামর্শ দেওয়া হয়।

(ছ) উন্নত ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, মৎস্য চাষ, হাঁস মুরগী ও গবাদী পশু পালন, বৃক্ষ রোপন করাসহ বৃক্ষরোপন বিষয় উদ্ধুদ্দ করা হয়।

(জ) যৌতুক বিরোধী পরামর্শ দেওয়া হয়।

 

গুরুত্বপূর্ন প্রকল্প -(একটি বাড়ি একটি খামার)

 

 

 

 

 

 

গুরুত্বপূর্ন প্রকল্প -(একটি বাড়ি একটি খামার)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

’’একটি বাড়ি একটি খামার প্রকল্প’’ প্রতি ওয়ার্ডে দারিদ্র / অতিদারিদ্র পরিবার সহ সমিতি ভুক্ত করা। প্রতি গ্রাম থেকে ৬০ টি পরিবারকে নিয়মানুযায়ী নির্বাচন করে গ্রাম সংগঠনের মাধ্যমে প্রতিটি গ্রামকে অর্থনৈতিক কর্ম কান্ডের মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষনের মাধ্যমে ২০১৩ সালের মধ্যে সকল গ্রামের প্রতিটি পরিবারকে কৃষি, মৎস্য চাষ, পশু পালন, ইত্যাদি কাজের মাধ্যমে একটি কার্যকর খামার বাড়ি হিসেবে গড়ে তোলা।

 

 

২০১৩ সালের মধ্যে  প্রকল্প থেকে গ্রাম সংগঠনের অতিদারিদ্র / দরিদ্র সদস্যদের  মাসিক সঞ্চয়ের বিপরীতে সম পরিমান কন্ট্রিবিউটরী মাইক্রো সেভিংস প্রদানের মাধ্যমে প্রতিটি পরিবারের ব্যক্তি সঞ্চয় বছরে ন্যুনতম ৫০০০/ (পাঁচ হাজার) টাকায় উন্নিত করা যা ২ বছরে ১০০০০/ (দশ হাজার) টাকা এবং ৫ বছরে ৪০০০০/ (চল্লিশ হাজার) টাকায় উন্নিত হবে।

 

প্রধান কৃষি ফসলের পাশাপাশি আদা, হলুদ , পিয়াজ, রসুন, জিরা, মসলা বিভিন্ন ফল এবং অন্যন্য অপ্রধান কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধিতে প্রতিটি বাড়ী সংশ্লিষ্ট জমি ব্যবহার করা । ইতিমধ্যে ২৭ টি ওয়ার্ডে ২৭ টি  গ্রাম সমিতি গঠন করা হয়েছে। তার মধ্যে ১৫ টি সমিতির সুফলভোগীদের মধ্যে নিন্মোক্ত সম্পদ বিতরন করা হয়েছে। তা নিন্মরূপ-

 

ক্রঃ নং

সম্পদের বিবরন

উপকারভোগীর সংখ্যা

টাকার পরিমান

গাভী বিতরন

১০০ জন

২০,০০,০০০/-

টিন বিতরন

৪৪ জন

৪,৪০,০০০/-

হাঁস মুরগী বিতরন

৩০ জন

১,৫০,০০০/-

গাছের চারা বিতরন

৯০ জন

৯০,০০০/-

সব্জি বীজ বিতরন

১২০ জন

১,২০,০০০/-

ঋন তহবিল স্থানান্তর

৯০০ জন

৭,২৭,০০০/-

মোট টাকা

৩৫,২৭,০০০/-

কথায়: পয়ত্রিশ লক্ষ সাতাশ হাজার টাকা মাত্র।